শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে তেল পাম্পে ভোক্তা অধিকারের অভিযান 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে তেল পাম্পে ভোক্তা অধিকারের অভিযান 

ক্রেতাদের পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ার অভিযোগে শ্যামনগর উপজেলার খানপুরে শ্যামনগর ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এছাড়া জেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। 

নাজমুল হাসান জানান, শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেয়ার প্রমাণ পাওয়া গেছে। কম দেয়ার কারণে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক ও ম্যানেজারের দেখা মেলেনি । 

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, পাম্পের মালিক বকুল নিজেকে সবসময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন। পরবর্তীতে মাপে কম দেয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শণ, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

টিএইচ